ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে দিনে একজন করে মিলিওনিয়ার হচ্ছেন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

কলকাতা: ভারতে ৮ হাজার ২শ’ অতি-ধনীর মোট সম্পত্তির পরিমাণ ৯৪৫ বিলিয়ন ডলার। ‘ওয়েলথ এক্স’ নামে একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

এদের মধ্যে ১১৫জন বিলিওনিয়ার।

ওয়েলথ এক্স জানাচ্ছে, এই ৮ হাজার ২শ’ অতি-ধনীর মোট সম্পদের পরিমাণ ভারতের ৭০ শতাংশ মানুষের মোট সম্পত্তির পরিমাণের সমান।

সমীক্ষায় বলা হয়েছে, ভারতে প্রতিদিনই একজন করে  মিলিয়োনেয়ার তৈরি হচ্ছেন। কয়েক বছরের মধ্যেই এদের বেশ কয়েকজন অতি ধনী হয়ে ওঠেন।

৮ হাজার ২ শ  অতি-ধনীর সকলের সম্পত্তির পরিমাণ পৃথকভাবে না জানালেও ওয়েলথ এক্স জানিয়েছে, কারো সম্পদের পরিমাণই ৩০মিলিয়ন ডলারের কম নয়।

পৃথকভাবে প্রত্যেকের সম্পদের পরিমাণ না জানালেও ওয়েল এক্স জানাচ্ছে, মোট ৬ হাজার ১৫০ অতি-ধনী ভারতীয়ের সম্পদের পরিমাণ তিরিশ থেকে একশো মিলিয়ন ডলার।
৯০০ জনের সম্পদের পরিমাণ একশো থেকে দু’শো মিলিয়ন ডলার। দু’শো থেকে পাঁচশো মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ৮ ৮০ জন ভারতীয়। আর পাঁচশো থেকে ৯৯৯ মিলিয়ন ডলারের মালিক ১৬০ জন।

মোট ৪ হাজার ৯৬০ জন অনাবাসী ভারতীয়ের মোট সম্পদের পরিমাণ ৪৬৫ বিলিয়ন ডলার।

ভারতের অতি-ধনীদের সম্পর্কে ওয়েলথ এক্স জানিয়েছে, এরা শুধু গাড়ি, গহনা বা সম্পত্তি কেনেন না, ভারতের বাইরে কোম্পানিও অধিগ্রহণ করেন। উদাহরণ হিসেবে টাটা-কোরাস চুক্তি এবং ভারতী-জেন চুক্তির কথা উল্লেখ করা হয়েছে সমীক্ষায়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।