ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১
বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা

কলকাতাঃ রাজ্য বিধান সভার বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।



সম্প্রতি মমতা ভবনীপুর কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী নন্দিনী মুখার্জিকে উপ-নির্বাচনে পরাস্ত করে জয়ী হয়ে আসেন। তাকে নির্বাচনে দাঁড়ানোর জন্য আসন ছেড়ে দেন সুব্রত বক্সি। এতদিন তিনি লোকসভার সদস্য ছিলেন।

রেলমন্ত্রীত্ব ত্যাগ করে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। ছয়মাসের মধ্যে তার নির্বাচিত হয়ে আসাই নিয়ম।

বুধবার দুপুর ২টায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

এতে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, প্রবোধ সিনহা, আনিসূর রহমান ও অন্যান্য মন্ত্রী বিধায়করা।

বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ শেষ হলে সকলেই তাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।