ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২৫ জানুয়ারি থেকে কলকাতা বইমেলা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

কলকাতা: শহরের মিলনমেলা প্রাঙ্গণে ৩৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে ২৫ জানুয়ারি।

বুধবার বইমেলার আয়োজক বুকশের্লাস অ্যান্ড পাবলির্শাস গিল্ডের সম্পাদক ত্রিদিব বন্দ্যোপাধ্যায় বাংলানিউজকে এ কথা জানান।



তিনি বলেন, গত বছরের মতো এ বছরও মেলায় ঢোকার জন্য কোনও প্রবেশ মূল্য থাকছে না। স্টলের ভাড়াও বাড়ছে না।

ত্রিদিব বলেন, ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। এবারের মেলার থিম কান্ট্রি ইতালি।

এই প্রথমবারের মতো তুরস্ক, সৌদি আরব ও জাপান এ মেলায় অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, এ মেলা পরিচালনার জন্য একটি ‘পরামর্শ পরিষদ’ গঠিত হয়েছে। তাতে আছেন মহাশ্বেতা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সৌগত বসু, যোগেন চৌধুরী ও সুচিত্রা ভট্টাচার্য। স্বামী বিবেকানন্দর ১৫০ বছর পূর্তি এবার পালন করা হবে বইমেলায়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।