ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র জনসমক্ষে আনল পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১১

কলকাতা: সম্প্রতি যৌথবাহিনীর অভিযানে রাজ্যের জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মাওবাদীদের প্রচুর অস্ত্র।

শুক্রবার মেদিনীপুর শহরে জেলা পুলিশ সুপারের কার্যলয়ে এসব অস্ত্রশস্ত্র জনসমক্ষে আনা হয়।



জেলা পুলিশ সূত্রে জানানো হয়, শিলদার যৌথবাহিনীর ক্যাম্প থেকে লুঠ হওয়া ৬টি ইনসাস এদিন উদ্ধার হয়।

তাছাড়া দুবরাজপুর থেকে লুঠ হওয়া ১টি এসএলআরসহ ১টি কার্বাইন ও ১টি একে৪৭ রাইফেলও উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠির নেতৃত্বে যৌথবাহিনী জঙ্গলমহলের বিভিন্ন যায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করে।

গতকাল বৃহস্পতিবারও বেশ কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, প্রায় ৫০০টি কর্তুজ এবং ১০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়।

পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠির এদিন বলেন, সম্ভবত বড়সড় আক্রমণ হানার জন্যই মাওবাদীরা এসব অস্ত্রশস্ত্র জড়ো করছিল। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে লালগড়, শালবনি ও কোতোয়ালি থানার বিভিন্ন জঙ্গল থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ অভিযান জারি থাকবে বলেও জানান প্রবীণ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।