ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের প্রধান হাসপাতালে অন্তর্ঘাতের অভিযোগ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্যের প্রধান হাসপাতালে অন্তর্ঘাতের অভিযোগ তুললেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী নিজে।

স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী জানান, আগরতলার জি বি হাসপাতালের দামী মেশিন এবং চিকিৎসায় প্রয়োজন হয় এমন যন্ত্রপাতি নষ্ট করার কাজে একটি দুষ্ট চক্র সক্রিয়।

সম্প্রতি এই হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্র বিকল হবার ঘটনা ঘটছে। এমন সব যন্ত্র নষ্ট হচ্ছে যে সব রাজ্যের অন্য কোন হাসপাতালে নেই। সরকারি হাসপাতালে অল্প খরচে মানুষ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর সুযোগ পান। যা বাজারের অন্য

প্যাথলজি বা ডায়গনস্টিক সেন্টার থেকে করাতে গেলে দ্বিগুন বা তিনগুন অর্থ খরচ করতে হয়।

অথচ জি বি হাসপাতালে এ সমস্ত মেশিন থাকা সত্বেও তা কাজে লাগানো যাচ্ছে না। কারন মেশিন বিকল হয়ে থাকছে দিনের পর দিন।

স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, ‘দিন কয়েক আগে কিছু মেশিন ঠিক করানো হয়। কিন্তু দেখা যায়, ঠিক করানোর পরের দিনই আবার যন্ত্রগুলো নষ্ট করে রাখা হয়েছে। এতে পরিষ্কার হাসপাতালের পরিষেবা লাটে তুলতে কিছু লোক ষড়যন্ত্র করছে। এতে হাসপাতালে কাজ করেন এমন কর্মীও রয়েছে। যারা অন্তর্ঘাত করছে। ’

তপন চক্রবর্তী জানান, এ ব্যপারে একটি কমিশন গঠন করা হয়েছে যারা পুরো ব্যপার টি তদন্ত করবেন। যারা এ ধরনের অন্তর্ঘাতে যুক্ত তাদের বিরুধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

জি বি হাসপাতাল রাজ্যের সব চেয়ে পুরানো এবং প্রধান হাসপাতাল। এই হাসপাতাল ঘিরেই তৈরি হয়েছে আগরতলা মেডিক্যাল কলেজ। কিন্তু অনেক দিন ধরেই হাসপাতালের পরিষেবা ক্রমশ নিম্নমুখী হচ্ছে বলে অভিযোগ ছিল। এবার মন্ত্রী নিজে স্বীকার করলেন এই অভিযোগের কথা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।