ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১

কলকাতা: জঙ্গলমহলে উন্নয়নের কাজ দেখতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ শনিবার সকালে মেদিনীপুর শহরে পৌঁছে জঙ্গলমহলের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে ছিলেন এই মন্ত্রকের প্রতিমন্ত্রী শিশির অধিকারী।



এরপর লালগড়, ভেরুয়া, শিলদা, ঝাড়গ্রামসহ বেশ কিছু মাওবাদী প্রভাবিত এলাকা ঘুরে দেখেন তারা।
 
ইতিমধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রকল্পে জঙ্গলমহলের জন্য ১০০০ কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই দফতরের পক্ষ থেকে জঙ্গলমহলে আরও বেশ কিছু উন্নয়নমূলক কর্মসুচির কাজ শুরু হয়েছে। এই সব প্রকল্প খতিয়ে দেখতে তিনি এই সফর এসেছেন।
 
জঙ্গলমহলে উন্নয়নের পথ ধরে মাওবাদীদের ঘায়েল করার সরকারি পরিকল্পনার অঙ্গ হিসাবেই এদিন জয়রাম রমেশের জঙ্গলমহল সফর বলে রাজনৈতিক মহলের ধারণা।
 
ভারতীয় সময়: ১৬০০ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।