ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যৌথবাহিনী দিয়ে মাওবাদের সমাধান নয়, চাই উন্নয়ন: জয়রাম রমেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১
যৌথবাহিনী দিয়ে মাওবাদের সমাধান নয়, চাই উন্নয়ন: জয়রাম রমেশ

কলকাতা: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের মাওবাদী সমস্যা যৌথবাহিনীর অপারেশন করে সমাধান করা যাবে না, এর জন্য চাই উন্নয়ন--এমনটাই মনে করেন ভারতের গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ।

শনিবার জঙ্গলমহল সফরে এসেছিলেন তিনি।

এদিন সাধারণ মানুষের সাথে কথা বলেন। শোনেন তাদের বিভিন্ন অভাব অভিযোগ।

পরে তিনি সাংবাদিকদের বলেন, গত ৫০ বছরে রাজ্যের মাওবাদী অধ্যুষিত এলাকায় আদিবাসীদের সেভাবে কোনো উন্নয়ন হয়নি। তাই সমাজের মূল স্রোত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

কেন্দ্রীয়মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে লাগাতার বঞ্চনার শিকার হয়ে আসছে এই এলাকাগুলি। আর এর থেকেই তৈরি হয়েছে ক্ষোভ।

এদিন তিনি স্পষ্ট করে বলেন, উন্নয়ন, রাজনৈতিক আলোচনা এবং কঠোর পুলিশি ব্যবস্থা এই ত্রিমুখী কৌশলের মাধ্যমে মাওবাদী সমস্যা মোকাবিলা করতে চায় ভারত সরকার।

এদিন তিনি উন্নয়ন নিয়ে মেদিনীপুর শহরের সার্কিট হাউসে জেলা প্রশাসনের অধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারি, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, শালবনির তৃণমুল শ্রীকান্ত মাহাতো প্রমুখ।

ভারতীয় সময়: ২৩৫০ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।