ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিগগিরই বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১
শিগগিরই বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তি

ঢাকা: বাংলাদেশ ও ভারতে লুকিয়ে থাকা দু’দেশের সন্ত্রাসী এবং সাজাপ্রাপ্ত আসামিদের ফিরে পেতে শিগগিরই বন্দি বিনিময় চুক্তি হচ্ছে।

নয়াদিল্লিতে দু’দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের দু’দিনের বৈঠক শনিবার থেকে চলছে।

প্রথম দিনের বৈঠক শেষে দু’দেশের সরকারি সূত্রে জানানো হয়, বন্দি বিনিময় চুক্তি নিয়ে অনেকটাই অগ্রগতি হয়েছে।

এদিকে ভারতে গা ঢাকা দিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার দুই ফাঁসির আসামিকে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। অন্যদিকে আলফা-নেতা অনুপ চেটিয়াকে হাতে পেতে চায় ভারত।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়, দুই দেশই মনে করছে, শিগগিরই এই চুক্তি স্বাক্ষর করা সম্ভব। ভারতের পক্ষ থেকে বন্দি বিনিময় চুক্তির খসড়া ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ এখনও এ বিষয়ে কোনও আরোচনা করেনি। বাংলাদেশের প্রতিনিধিরা শুধু জানিয়েছেন, তারা চুক্তি সংক্রান্ত প্রয়োজনীয় নথি খতিয়ে দেখছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আশা করছি, জানুয়ারি মাসের মধ্যে চুক্তির খসড়া নিয়ে ঐকমত্যে পৌঁছনো সম্ভব হবে।

বাংলাদেশ মনে করছে, শেখ মুজিবুর রহমান হত্যায় সাজাপ্রাপ্ত আবদুল মজিদ ও মোসলেউদ্দিন বহুদিন ধরে ভারতের কোথাও গা-ঢাকা দিয়ে রয়েছেন। এই দুই প্রাক্তন সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু হত্যা মমালার ফাঁসির আসামি। রিসেলদার মোসলেউদ্দিনেই গুলিতেই মারা গিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এদিকে গত জুলাইয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বঙ্গবন্ধু হত্যাকারীদের ভারতে লুকিয়ে থাকার প্রসঙ্গ তোলেন। তখন চিদাম্বরম জানান, ওই দুই আততায়ীকে খুঁজে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সব রকম চেষ্টা ভারত করবে।

তবে ভারত চাইছে, ওই দুই সাজাপ্রাপ্ত আসমি কোথায় কিভাবে রয়েছে, সে সম্পর্কে ভারতকে আরও গোয়েন্দা-তথ্য দিক বাংলাদেশ। বন্দি বিনিময় চুক্তি হলে ভারতের পক্ষে তাদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া সহজ হবে।

এছাড়া ২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় জড়িতদের কয়েক জনও ভারতে লুকিয়ে রয়েছে বলে মনে করছে বাংলাদেশ।

স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অনুপ চেটিয়াকে হস্তান্তরের প্রসঙ্গও উঠে এসেছে। সাজার মেয়াদ শেষ করে চেটিয়া বাংলাদেশের রাজশাহী জেলেই নিরাপদ হেফাজতে রয়েছে। তবে সে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ায় ঢাকার পক্ষে তাকে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রসচিব মনজুর হুসেন বৈঠকে ভারতকে জানান, তারা যত তাড়াতাড়ি সম্ভব এ সংক্রান্ত আইনি জটিলতা দূর করার চেষ্টা করছেন।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।