ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আমলা নয়, জনপ্রতিনিধিদের হাতে থাকুক ক্ষমতা: প্রণব

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১

কলকাতা: ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, আমলাতন্ত্র নয়, জনপ্রতিনিধিদের হাতেই ক্ষমতা থাকা উচিত।

তিনি আরও বলেন, পঞ্চায়েতের মাধ্যমেই সরকারের উন্নয়ন সম্ভব।

তাই জনপ্রতিনিধিদের হাতে আরও অধিক ক্ষমতা দিতে হবে। তবেই সাধারণ মানুষের উন্নয়ন আরও বেশি করে সম্ভব।

রোববার কলকাতার নেতাজি ইন্ডোরে কংগ্রেসের পঞ্চায়েতি-রাজ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রণব মুখার্জী এদিন পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে বলেন, পঞ্চায়েত ব্যবস্থায় কিছু ত্রুটি থাকতেই পারে। সেটা শোধরাতে হবে। তাই বলে পঞ্চায়েত রাজত্ব কখনই আমলাদের হাতে তুলে দেওয়া যাবে না। কংগ্রেস এর বিরোধিতা করবে। গ্রামের মানুষের উন্নয়নে সরকারি আমলা নয়, জনপ্রতিনিধিরাই যোগ্য ব্যক্তি।
 
একই মত ব্যক্ত করেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জয়রাম রমেশও।

তিনি বলেন, গ্রামসভা ও লোকসভার মাধ্যমে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। গ্রামের উন্নতির জন্য টাকা কোনও বাধা হয়ে দাঁড়াবে না।

তার কথায়, যখনই দরকার পড়বে কেন্দ্র টাকা দিতে প্রস্তুত। উন্নয়নে টাকা কোনও বাধা নয়।

প্রসঙ্গত, পঞ্চায়েত উন্নতিতে টাকা একটা সমস্যা বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

উল্লেখ্য, কিছু দিন ধরেই নানান ইস্যুতে তৃণমূল ও কংগ্রেসের বিরোধ প্রকাশ্যে চলে আসতে দেখা যায়। মমতার পঞ্চায়েত-মডেল নিয়ে আপত্তি, তৃণমূলের হাতে কংগ্রেস কর্মীদের মার খাওয়া, উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমসের ধাচে হাসপাতাল গড়ার কংগ্রেসের দাবিসহ বিভিন্ন ক্ষেত্রে বিরোধ ক্রমেই প্রকাশ্যে চলে আসছিল।
 
এদিনও পঞ্চায়েতি-রাজ সম্মেলনে মমতার বিরোধিতা করে সেই বিরোধ কংগ্রেস জিইয়ে রাখল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।