ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সংবাদ প্রতিদিনের কার্যালয়ে আগুন, তদন্তের নির্দেশ মমতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১
সংবাদ প্রতিদিনের কার্যালয়ে আগুন, তদন্তের নির্দেশ মমতার

কলকাতা: রোববার ভোরে কলকাতার ‘সংবাদ প্রতিদিন’-এর দপ্তরে আগুন লাগার ঘটনার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
 
সংবাদ প্রতিদিন সূত্রে জানা গেছে, এদিন ভোর চারটে নাগাদ ২০ নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিটের প্রতিদিন দপ্তরের তিনতলায় আগুন লাগে।

সে সময় কাজ সেরে সবাই বাড়ি ফিরে গিয়েছিলেন। অফিসে যে ক’জন ছিলেন, তারাও ছিলেন ঘুমে আচ্ছন্ন। হঠাৎই গন্ধ ও ধোঁয়াতে কয়েকজনের ঘুম ভেঙে যায়। উপস্থিত কর্মীরা দমকলে খবর দেন। খবর পাঠানো হয় প্রতিদিন-এর কর্তৃপক্ষকে। সঙ্গে সঙ্গেই সকলে ছুটে আসেন অফিসে।

দমকলও দ্রুত কাজ শুরু করে দেয়। তাদের তৎপরতায় অন্যতলায় আগুন ছড়ায়নি। সংবাদপত্র দপ্তরের সম্পাদকীয় বিভাগের প্রায় সবকটি অংশই ততক্ষণে আগুনে পুড়ে যায়। আগুনে ভস্মীভূত হয় প্রতিদিন-এর তিনতলা। পুড়ে যায় নিউজ ডেস্ক, রিপোর্টিং, জেলা ডেস্ক, স্পোর্টস, সিস্টেমসহ সংবাদপত্রের জরুরি বিভাগগুলি। দমকলের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  প্রতিদিন-এর দপ্তর ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী প্রতিদিন-এর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে।   অর্থমন্ত্রী অমিত মিত্র এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জি ঘটনাস্থলে গিয়েছিলেন।
দমকলসূত্রে, প্রাথমিকভাবে জানানো হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিটের জন্যই আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।