ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাস্তা আবরোধ ও থানা ঘেরাও করলো ছাত্ররা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

আগরতলা (ত্রিপুরা) :  উত্তপ্ত হয়ে উঠেছে ‘ফুলের বাগান’ খুমলুঙ।

রবিবার খুমলুঙে পিকনিক করতে যায় বিভিন্ন এলাকার লোকজন।

খোয়াই থেকেও প্রায় ৬০ জনের একটি দল সেখানে যায়। তাদের সাথে স্থানীয় এক ছাত্রাবাসের ছাত্রদের বচসা বাঁধে। উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানোকে কেন্দ্র করেই ঝগড়া বাঁধে বলে খবর। এর পর মদমত্ত যুবকরা ছাত্রদের মারধর করে বলে অভিযোগ। সব মিলিয়ে ১৫ জন ছাত্রের আহত হবার খবর মিলেছে পুলিশ সূত্রে।

এদের মধ্যে ফুলিরাম রিয়াং নামে এক ছাত্রে আঘাত গুরুতর। সে আগরতলার জি বি হাসপাতালে ভর্তি।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবারও উত্তেজনা ছড়ায় খুমলুঙে। এদিন সকালে ছাত্ররা এখানে রাস্তা অবরোধ করে। আটকে দেয় সমস্ত যানবাহন। ছাত্ররা পার্শ্ববর্তী রাধাপুর থানা ঘেরাও করে রাখে দীর্ঘ সময়। শেষ পর্যন্ত উত্তেজিত ছাত্রদের হঠাতে পুলিশ শূন্যে কয়েক রাউন্ড ফাঁকা আওয়াজ করে। তারপর মৃদু লাঠিচার্জ করে হটিয়ে দেয় ছাত্রদের।

খুমলুঙের যে স্কুলের ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে এ ঘটনা সেই স্কুলের নাম খুমপুই একাডেমি।

ঐ স্কুলের ছাত্রদের সোমবার অর্থাৎ আজ পরীক্ষা। তাদের ছাত্রাবাসের পাশেই খুমলুঙ পার্ক। সেখানে শীতের সময় অনেকেই আসেন পিকনিক করতে।

রোববার সেখানে বেশ কয়েকটি দল পিকনিক করছিল। ছাত্ররা তাদের কাছে অনুনয় করে, মাইকের মুখ ঘুরিয়ে দিতে। দ্বিতীয় বারও তারা সেই একই অনুরধ করে। কিন্তু তাতে কোন হেলদোলও দেখা যায় নি মদমত্ত যুবকদের মধ্যে। উল্টে তারা আক্রমণ চালায় ছাত্রদের উপর। সমগ্র ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়েছে।

খুমলুঙে রয়েছে স্বশাসিত উপজাতি জিলা পরিষদের প্রধান কার্যালয়। এদিন রাস্তা অবরোধের কারনে এখানে কোন কর্মচারী জিলা পরিষদের অফিসে আসতে পারেন নি। ফলে সম্পূর্ণ বন্ধ ছিল জিলা পরিষদের প্রধান কার্যালয়ের কাজকর্ম। রাস্তায় অবরোধ থাকায় চলাচল করতে পারেনি কোন যানবাহন। এতে ব্যপক যানজটের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ছাত্রদের বুঝিয়ে অবরোধ উঠায় প্রাশাসনের কর্তারা। দোষীদের বিরিদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দেয়ার পর বেলা দুটোর পর রাস্তা থেকে উঠে যায় ছাত্ররা।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।