ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষে আহত কমপক্ষে ১০

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরায়  কংগ্রেস এবং সিপিআই (এম) কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দশ ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার রাত থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সদর পূর্বের জিরানীয়া এলাকা।

আক্রমণ এবং পাল্টা আক্রমণের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে দিকে তা তীব্র আকার ধারণ করে। এদিন দুপুর পর্যন্ত চলে সংঘর্ষ। এলাকায় পুলিশ এবং আধা সামরিক বাহিনী নামানো হয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকার অবস্থা এখনও থমথমে।

একালাবাসী বাংলানিউজকে জানান, সোমবার রাতে জিরানীয়ার শচীন্দ্র নগর কলোনিতে ঘটনার সূত্রপাত। এখানে সাধারণ কথা কাটাকাটিকে কেন্দ্র করে হাতাহাতি হয়ে যায় দু’পক্ষের মধ্যে।

এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকার বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ছড়াতে থাকে। রাতেই দু পক্ষের তিন জন করে মোট ছয় জন মারাত্মক আহত হন। এরা সবাই হাসপাতালে ভর্তি।

মঙ্গলবার সকালে কংগ্রেসের এক দল সমর্থক স্থানীয় সিপিআই (এম) অফিসে আক্রমণ চালায়। অফিসটি ভাংচুর করে তারা। তারপরই পাল্টা আক্রমণ করে সিপিআই (এম)। এতে দু পক্ষের সংঘর্ষ ব্যাপক আকার নেয়।

রাজনৈতিক এ সংঘর্ষ থামাতে পুলিশ প্রথমে জল কামান ব্যবহার করে। পরে নামানো হয় আধা সামরিক বাহিনী।

সংঘর্ষের কারণে মঙ্গলবার ওই এলাকার কোনও দোকানপাট, বাজার খোলেনি। অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে শচীন্দ্র নগর।

ত্রিপুরায় বিধান সভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা তত বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।