ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জাগরীর আত্মসমর্পণকে নাটক বলল মাওবাদীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

কলকাতা: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কমান্ডার জাগরী বাস্কে ও রাজারাম সোরেনের আত্মসমর্পণকে প্রশাসনের নাটক বলে মন্তব্য করেছে মাওবাদীদের রাজ্য সম্পাদক আকাশ।

কলকাতার সংবাদমাধ্যমগুলোতে এক ফ্যাক্সবার্তায় আকাশ বলেন, ২০০৬ সালে থেকেই তাদের দল থেকে সরে গিয়েছিলেন জাগরী বাস্কে।

গতবছরের জুন মাসে রাজরাম সোরেনকেও দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওই বার্তায় আকাশ আশঙ্কা করে বলেন, এখন পুলিশের হাতে আগেই গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন মাওবাদীকে একইভাবে আত্মসমর্পণ করার নাটক করানো হতে পারে।

বার্তায় তিনি অভিযোগ করেন, কলকাতায় সম্প্রতি খাদ্যমন্ত্রীর কক্ষের বাইরে যে মাওবাদী পোস্টার পাওয়া গেছে তা তৃণমূলের নিজের লেখা পোস্টার। মাওবাদীদের পোস্টারে অযোধ্যা স্কোয়াড বা কোনও স্কোয়াডের নাম লেখা থাকে না।

আকাশ বলেন, তাদের নামে মিথ্যা প্রচার চলছে, যে তারা জঙ্গলমহলে চাল, কেরোসিন সরবারহ বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।