ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে সিপিএম-তৃণমূল সংর্ঘষ, আহত ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

কলকাতা: রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ে সিপিএম ও তৃণমূলের মধ্যে মঙ্গলবার সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।

আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।



স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন ক্যানিংয়ের জীবনতলার দাহিরানি গ্রামে চায়ের দোকানের পাশে সিপিএমের একটি পথসভা হচ্ছিল। তৃণমূলের কর্মীরা সেখানে বাধা দিতে এলে সংঘর্ষ বেঁধে যায়। এরপরে গোলাগুলি চলে। এতে ৩ নারীসহ ৯ জন আহত হয়।
 
আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
 
এ ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ টহল দেওয়া শুরু করেছে। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট।

সেইসঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।