ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভুয়া সংঘর্ষে মারা হয়নি কিষেণজিকে: সিআরপিএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১
ভুয়া সংঘর্ষে মারা হয়নি কিষেণজিকে: সিআরপিএফ

কলকাতা: মাওবাদীদের শীর্ষ নেতা কিষেণজি কোনও ভুয়া সংঘর্ষে মারা যাননি এমনটাই দাবি করলেন সেন্ট্রাল রির্জাভ ফোর্সের (সিআরপিএফ) জেনারেলকে বিজয় কুমার।

শুক্রবার তিনি বলেন, মাওবাদী ওই নেতাকে এনকাউন্টারেই হত্যা করা হয়েছে।

এর পেছনে কোনও ষড়যন্ত্র নেই।

বিজয় কুমার বলেন, কিষেণজির কাছে সামান্যতম সুরক্ষা ব্যবস্থা ছিল না। বুড়িশোলের জঙ্গলে এই অভিযান চলার সময় মাওবাদীরা ল্যান্ড মাইন ব্যবহার করেছিল।

তিনি বলেন, যৌথবাহিনীর কাছে সঠিক তথ্য ছিল বুড়িশোলের জঙ্গলে কিষেণজিসহ বেশ কিছু মাওবাদী শীর্ষ নেতা অবস্থান করছেন। সেই তথ্যও ভিত্তিতেই অভিযান করা হয়।

এদিন তিনি বিচার বিভাগিয় তদন্তের দাবি খারিজ করে দিয়ে বলেন, আমাদের জওয়ানরা মাওবাদীদের হাতে মারা গেলে তদন্ত হয়? তাহলে মাওবাদীরা মারা গেল কেন তদন্ত হবে।

উল্লেখ্য, কিষেণজিকে প্রথমে গ্রেপ্তার করে তারপর তাকে এনকাউন্টার করে মারা হয়েছে বলে দাবি করা হয়েছে মাওবাদীদের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক আকাশ ও মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘন্টা, নভেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।