ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সন্ত্রাসী হামলায় তৃণমূল কর্মী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১

কলকাতা: সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে শহরের কেষ্টপুর এলাকায়।



এ ঘটনায় আরও দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় একটি ক্লাবের সামনে বসেছিলেন কেষ্টপুর তৃণমূলের যুব সম্পাদক সুকুমার মন্ডল এবং দুই তৃণমূলকর্মী স্বপন মন্ডল ও রঞ্জিত রায়।

এ সময় একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে স্বপন মন্ডলের মৃত্যু হয়।

এ ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনার সঙ্গে জড়িত।

তবে বিষয়টি সিপিএমের তরফে অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা অভিযোগ, গোষ্ঠীদ্বদ্বের কারণেই এই হামলা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।