ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার নদী যুক্ত হবে বাংলাদেশের জলপথের সঙ্গে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১

আগরতলা (ত্রিপুরা): রাজ্যের দুই নদী যুক্ত হবে বাংলাদেশের জলপথের সঙ্গে। হাওড়া এবং ত্রিপুরার প্রধান নদী গোমতীকে বাংলাদেশের জলপথের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এ জন্য ইতিমধ্যেই একটি সংস্থাকে নিযুক্ত করা হয়েছে, যারা এ বিষয়ে প্রকল্পটি তৈরি করবে। ঐ সংস্থার নাম ‘রাইটস’।

ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্রমশ উন্নতির ফলে বাড়ছে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য। শুধু তাই নয়, ভবিষ্যতে ত্রিপুরার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের অন্যতম মাধ্যম হতে পারে বাংলাদেশ। তাই ত্রিপুরা চাইছে বাংলাদেশের সঙ্গে জলপথেও সম্পর্ক গড়ে তুলতে।

রাজ্যের পরিবহন সচিব কিশোর আম্বুলি জানিয়েছেন, গোমতী এবং হাওড়ার নাব্যতা বাড়িয়ে এ দুটি নদীকে জলপথে চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নাব্যতা বাড়ানো গেলে সহজেই বাংলাদেশ থেকে জলপথে জলযান ঢুকতে পরবে রাজ্যে। তা সম্ভব হলে দুই দেশের মধ্যে ব্যবসার আরও একটি ক্ষেত্র খুলে যাবে বলে জানিয়েছেন কিশোর আম্বুলি।

যে সংস্থাটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইতিমধ্যে তাদের প্রাথমিক জরিপের কাজ শেষ করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।