ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে মাওবাদী কমান্ডারের আত্মসমর্পণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

কলকাতা: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জঙ্গলমহলে বুধবার রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক মাওবাদী কমান্ডার।

আত্মসমর্পণকারীর নাম বরুণ দাস ওরফে সূর্য।

রাজ্য পুলিশ জানিয়েছে,  বরুণ মাওবাদীদের বীরভূম স্কোয়াডের এরিয়া কমান্ডার ছিলেন।

এক সময়ে কাকসা, খয়ড়াশোল ও দুবরাজপুর এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি। লালগড় আন্দোলনের সঙ্গেও বরুণ যুক্ত ছিলেন।

২০০৭ সালে মাওবাদী সংগঠনে যুক্ত হন বরুণ। তিনি ঝাড়খণ্ডের ৯ সদস্যের স্কোয়াডের একজন ছিলেন।

সরকারি সবরকম সাহায্য বরুণ দাস পাবে বলে জেলা পুলিশ জানিয়েছে।

এদিকে, বাংলা-উড়িষ্যা সীমান্তবর্তী এলাকায় এক মাওবাদী শীর্ষ নেতাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে যৌথবাহিনী।

নয়াগ্রাম থানার গঙ্গাশোল এলাকার মাওবাদী নেতা নীরঞ্জন মুন্ডাকে ওড়িষ্যা ও বাংলার পুলিশেরা ঘিরে ধরে। অনেকদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।

এদিন ১৬৭ নম্বর ব্যাটেলিয়ানের ৬ কোম্পানি জওয়ান সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালায়। নীরঞ্জন মুন্ডা ওড়িষ্যা এলাকায় মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। সীমান্তবর্তী এলাকায় অনেক নাশকতার সঙ্গে তিনি জড়িত।

পুলিশ তাকে জীবিত গ্রেপ্তার করতে পারবে, না মৃত অবস্থায়, সেটা এখন প্রশ্ন।

তবে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন চলেছে এবং ওই মাও নেতা ও তার বাহিনী প্রায় কোণঠাঁসা হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘন্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।