ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

খুচরা বিদেশি বিনিয়োগ: ইউপিএ’র বৈঠকেও রফা হল না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১১
খুচরা বিদেশি বিনিয়োগ: ইউপিএ’র বৈঠকেও রফা হল না

কলকাতা: ইউপিএ সরকারের শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে সঙ্কট কাটাতে বৃহস্পতিবারের বৈঠকেও মিলেনি কোনও সমাধান সূত্র।

নয়াদিল্লিতে এদিনের বৈঠকে তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন সুদীপ ব্যানার্জি।

কংগ্রেসের পক্ষে প্রণব মুখার্জী, আনন্দ শর্মা, টি আর বালু প্রমুখ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

তৃণমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের তারা পুরোপুরি বিরোধী। সংসদ ও সংসদের বাইরে সরকারি এ সিদ্ধান্তের প্রতিবাদ জারি থাকবে।

বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, শরিক দল হওয়া সত্ত্বেও সরকারের বেশ কিছু সিদ্ধান্তে তাদের মতামত নেওয়া হয় না। আগে থেকেই তাদের মতামত নিলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

বৈঠকে অপর শরিকদল ডিএমকে’র তরফ থেকেও সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করা হয়।

তবে প্রধানমন্ত্রীও বৈঠকে জানিয়ে দেন, তাদের নেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসা সম্ভব নয়।

ফলে এ বৈঠকে কোনও সমাধান সূত্র না মেলায় সরকারের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই দৃষ্টি রাজনৈতিক মহলের।

এদিকে, এই ইস্যুতে দিনের পর দিন অচল হয়ে পড়ছে সংসদ। বিরোধীদের আনা মুলতবি প্রস্তাবের উপর ভোটাভুটি হলে শরিক দলগুলো বিরুদ্ধে ভোট দিলে কংগ্রেসের কাছে তা যথেষ্টই অস্বস্তিকর হয়ে পড়বে।

ফলে শরিক দল গুলোকে বুঝিয়ে ভোট দানে বিরত রাখা অথবা সরকারের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন জানানোর জন্যই আজকের বৈঠক। তৃণমূল কংগ্রেস, ডিএমকে ছাড়াও সরকারকে বাইরে থেকে সমর্থন জানানো সমাজবাদী, বহুজন সমাজবাদী  দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে জানা গেছে।

এদিকে এদিন খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সংসদে সরব হন বিরোধীরা। হই হট্টগোলে আজও সারাদিনের মতো মুলতবি হয়ে যায় সংসদের অধিবেশন।

উল্লেখ্য, খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় সরব বিরোধীরা। তাদের সঙ্গে একই সুরে সুর মিলিয়েছে ইউপিএ সরকারের শরিক তৃণমূল কংগ্রেস, ডিএমকে প্রভৃতি দল। ফলে ঘরে বাইরে সঙ্কটের মুখে কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।