ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মগরাহাটের গুলিতে নিহত ২ জনের পরিবারকে ২ লাখ রুপি অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১১

কলকাতা: মগরাহাটে বিদ্যুৎ চুরিকে কেন্দ্র করে পুলিশ জনতার সংর্ঘষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃতদের পরিবারকে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।

এদিন মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন,এই ঘটনার পূর্ তদন্ত হবে।

ঘটনায় তিনজন পুলিশ কন্সটেবেলকে ‘ক্লোজ’ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গতকাল তারা এলোপাথারি গুলি চালিয়েছিল।

এদিন তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, পুলিশ মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। কে বা কার ছোঁড়া গুলিতে ওই দুজনের মৃত্যু হয়েছে পুলিশ তা জানতে চায়। আসেপাশের বাড়িতেও গুলি লেগেছে বলে স্থানীয় মানুষ জানায়। বেশকিছু স্পিলন্টার পাওয়া গেছে এলাকায়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘন্টা, ডিসেম্বর 0২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।