ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ১২ বাংলাদেশির কারাদণ্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১১

ঢাকা: ভ্রমণ সংক্রান্ত বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের দায়ে ত্রিপুরায় ১২ বাংলাদেশি আটক হয়েছেন। শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।



ত্রিপুরা পুলিশের মুখপাত্র ডিআইজি নেপাল দাশ আগরতলা থেকে টেলিফোনে বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ১২ বাংলাদেশি আটক হন। ’

নেপাল দাশ জানান, ভারতে কাজের সন্ধানে আসা বাংলাদেশিরা গত কয়েকদিন আগে সোনামুড়া সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করে।

তিনি বলেন, ‘এ বাংলাদেশিরা আগরতলা থেকে ট্রেনে আসামের গুয়াহাটি যাওয়ার পরিকল্পনা করছিল। স্টেশনে টিকিট কাটার পর মোবাইল টাস্ক ফোর্স তাদের আটক করে। ’

আটককৃত বাংলাদেশিদের সঙ্গে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশকারী মিয়ানমারের ১৮ জন নাগরিককে শুক্রবার আগরতলার আদালতে তোলা হয়।

নেপাল দাশ জানান, আটককৃতদের আদালত পাসপোর্ট আইনে সাজা দিয়েছে। আইন অনুযায়ী ১৪ দিনের কারাদ- শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর প্রায় পুরোটা জুড়েই কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত সরকার।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১১ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।