ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুখ্যমন্ত্রীর মাকে দেখতে হাসপাতালে প্রণব

সিনিয়র করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১১
মুখ্যমন্ত্রীর মাকে দেখতে হাসপাতালে প্রণব

কলকাতা: বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মা গায়ত্রী দেবীকে দেখতে শনিবার সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

এদিন দুপুরে কলকাতা বিমানবন্দর নেমে বেলা ১টা ২০ মিনিটে তিনি পিজি হাসপাতালে আসেন।

সেখানে উডবার্ন ওয়ার্ডের কেবিনে ভর্তি ৮১ বছর বয়স্কা গায়িত্রী দেবীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি এ বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন।

মিনিট দশেক হাসপাতালে থেকে এরপর দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে নিজের বাড়িতে যান প্রণব মুখার্জি । এদিন বিকালেই তিনি দিল্লি ফিরে যান।

তৃণমূল সূত্রে বলা হয়েছে, সৌজন্যের জন্যই অর্থমন্ত্রীর এদিন মুখ্যমন্ত্রীর মাকে দেখতে এসেছিলেন।

কলকাতার রাজনৈতিক মহলের ধারনা, খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে কংগ্রেস ও তৃণমূল মধ্যে যে টানাপোড়েন চলছে তা কিছুটা হাল্কা করাই এই সফরের উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘন্টা, ডিসেম্বর ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।