ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুক্তিযুদ্ধের ৪০ বছর উপলক্ষে ত্রিপুরায় চিত্র প্রদর্শনী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১

আগরতলা (ত্রিপুরা): এ বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের চার দশক পূর্ণ হলো। স্বাধীনতার এবং বিজয়ের সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতেই ত্রিপুরায় আয়োজিত হলো চিত্র প্রদর্শনী।

শনিবার রাত থেকে আগরতলার সিটি সেন্টারে শুরু হয় এই প্রদর্শনী।

প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে, ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ: চল্লিশ বছর’। উদ্যোক্তা উত্তরপূর্ব ভারতের চিত্র শিল্পীদের সংগঠন ‘কিরাত’ এবং ঢাকার বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস।

বাংলাদেশের বারো জন শিল্পী অংশ নিয়েছেন এই চিত্র প্রদর্শনীতে। মুখ্যমন্ত্রী মানিক সরকার উদ্বোধন করেন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ: চল্লিশ বছর’ শীর্ষক প্রদর্শনীটি।

তিনি এর উদ্বোধন করে বলেন, ‘বাংলাদেশসহ গোটা উত্তরপূর্ব ভারতকে পেছনের দিকে ঠেলে দেওয়ার জন্য একটি অশুভ শক্তি ষড়যন্ত্র করে চলেছে। এর বিরুদ্ধে একটি যুথবদ্ধ দুর্গ তৈরি করতে হবে। ’

মানিক সরকার বলেন, ‘দু’দেশের শিল্পীরা তাদের সৃষ্টির মধ্য দিয়েই এই দুর্গ রচনা করুন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে দুর্গ তৈরি করা হয়েছিল অশুভ শক্তির বিরুদ্ধে, সেই দুর্গের প্রয়োজনীয়তা এখনও শেষ হয়ে যায়নি। শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যেই থেমে থাকেনি চিত্র শিল্পীদের ভাবনা। এ বিস্তৃত হয়েছে অন্যদিকেও। শিল্পীদের কাজ ছুঁয়ে গেছে বর্তমান সময়কেও। ’

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিত্রশিল্পী বকিকুন নবী বলেন, ‘আগরতলার সাথে আমার চির ভালোবাসার সম্পর্ক। ’

কাইয়ূম চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার মানুষ যে ভালোবাসা দিয়েছে, তা হৃদয়ে অঙ্কিত থাকবে সব সময়। ’

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সভাপতির ভাষণে বিধায়ক পবিত্র কর দু’দেশের সম্পর্ক সুদৃঢ় করার ওপর জোর দেন।

বাংলাদেশের শিল্পীদের হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী। এই প্রদর্শনী চলবে চারদিন।

এদিকে রোববার থেকে খয়েরপুরের ‘গীতবিতানে’ শুরু হচ্ছে কর্মশালা। এতে বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের শিল্পীরা অংশ নেবেন।  

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।