ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চলচ্চিত্র উৎসব: মুক্তিযুদ্ধ নিয়ে ৬টি চলচ্চিত্র প্রর্দশিত হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১

কলকাতা: মহান মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তিতে কলকাতার নন্দন প্রেক্ষগৃহে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেলুলয়েডে’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ৬টি চলচ্চিত্র প্রর্দশিত হবে।



সোমবার বিকাল ৩টায় এই উপলক্ষে নন্দন-৪ এ আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশানর মাহাবুব হাসান সালে, কলকাতার উপ হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, ভারত সরকারের চলচ্চিত্র উৎসব কমিটির ডিরেক্টর অনুরাগ মিশ্র, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিরেক্টর ভূপিন্দর কানটোলিয়া প্রমুখ।

বাংলাদেশের উপ-হাইকমিশানর মাহাবুব হাসান সালে বলেন, আগামী ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর কলকাতার নন্দনে এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে। এই উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ৬টি চলচ্চিত্র প্রর্দশিত হবে।

তিনি বলেন, ৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় নন্দন-১ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাটুয়া, ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের বিশেষ সচিব নন্দিনী চক্রবর্তী প্রমুখ। এই প্রর্দশনীতে কোনও টিকিট থাকছে না।

তিনি আরও বলেন, তিন সদস্যর একটি কমিটি এই উৎসবের ছবিগুলি নির্বাচিত করেছেন। এর মধ্যে ছিলেন ভারত সরকারের ভারত সরকারের চলচ্চিত্র উৎসব কমিটি, নয়াদিল্লি হাইকমিশন ও একজন চলচ্চিত্র সমলোচক। এই উৎসবে উপস্থিত থাকবেন পরিচালক মোরসেদুল ইসলাম, নাসিরউদ্দিন ইউসুফ, বদরুল আলম সৌদ, তৌকীর আহমেদ, জয়া আহাসান, বিপাশা হায়াত, ফরিদ রেজা সাগর, ইবনে হাসান ও হাবিবুর রহমান।

এক প্রশ্নের উত্তরে মাহাবুব হাসান সালে বলেন, ক্যাথরিনা মাসুদকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আগামী ১০ ডিসেম্বর রানওয়ে বাংলাদেশে মুক্তি পাবে বলে তিনি আসতে পারছেন না।

আগরতলা ও নয়াদিল্লিতে আগমী বছর মার্চে তারা এই ধরণের আরও দুটি চলচ্চিত্র উৎসব হচ্ছে বলেও তিনি জানান।

ভারত সরকারের চলচ্চিত্র উৎসব কমিটির ডিরেক্টর অনুরাগ মিশ্র বলেন, এই উৎসব দুই দেশের সর্ম্পকের বন্ধনকে আরও দৃড় করবে। গত এপ্রিলে দিল্লিতে বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে ব্যাপক সাড়া পড়েছিল। আমি আশা করছি কলকাতায় দিল্লির থেকেও বেশী দর্শক আসবেন।

আগামী ৯ ডিসেম্বর উদ্ধোধনী দিনে চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের মাটির ময়না।

১০ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় দেখানো হবে মোরসেদুল ইসলামের খেলাঘর। এরপর সন্ধ্যা ৬টায় তৌকীর আহমেদের জয়যাত্রা।

উৎসবের শেষ দিনে দেখানো হবে, বদরুল আনম সোদ এর খন্ড গল্প ও সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবের সেরা ছবি নাসিরউদ্দিন ইউসুফ এর গেরিলা।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘন্টা, ডিসেম্বর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।