ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্য সরকারি কর্মচারীদের ১০ শতাংশ মহার্ঘভাতার ঘোষণা মমতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১
রাজ্য সরকারি কর্মচারীদের ১০ শতাংশ মহার্ঘভাতার ঘোষণা মমতার

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ মহার্ঘভাতা (ডিএ) বুধবার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন মহাকরণে সরকারি কর্মচারী ইউনিয়নের নেতৃত্বের সাথে এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়।



এই বৈঠকের পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারীদের বকেয়া ১০শতাংশ মহার্ঘভাতা দেওয়া হবে। জানুয়ারি মাস থেকে এই মহার্ঘভাতা পাবেন কর্মচারীরা। এতে সরকারের মাসে ব্যয় হবে ২৫০ কোটি রুপি। বছরে প্রায় ৩০০০ কোটি রুপি। ’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে কর্মী নিয়োগ করা হয়নি। অনেক ক্ষেত্রেই কাজের লোক নেই, পুলিশ নেই, ডাক্তার নেই। সরকারি কর্মচারীদের কাজে গতি আনতে হবে। সব দফতরের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ এগোতে হবে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে ২৩ শতাংশ মহার্ঘভাতা বকেয়া ছিল কর্মীদের। তারই ১০ শতাংশ রাজ্য সরকার আগামী বছর জানুয়ারিতে দেওয়ার কথা ঘোষণা করেছে।

ভারতীয় সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।