ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে খুচরা ব্যবসায় বিদেশি লগ্নি স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১

কলকাতা: সর্বদলীয় বৈঠকে মতৈক্যর কারণে ভারতের বাজারে খুচরা বিক্রির ক্ষেত্রে ৫১ শতাংশ বৈদেশিক লগ্নি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার দুপুরে নয়াদিল্লিতে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।



 এদিন তিনি বলেন, বৈদেশিক লগ্নি আপাতত বাতিল করা হল। যতদিন পর্যন্ত সবাই একমত না হন, ততদিন তা স্থগিত রইল।

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা খুচরা ব্যবসায় বিদেশি লগ্নি না চাওয়ার কারণেই তারা সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানান তিনি।

এদিন সকাল সাড়ে ৯টা সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজেপির অরুণ জেটলি, কংগ্রেসের মন্ত্রী রাজীব শুক্লা, শরদ পাওয়ার, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সিপিআই’র গুরুদাশ দাসগুপ্ত প্রমুখ।

নয়াদিল্লির রাজনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রী মনমোহন সিং এফডিআই ইস্যুতে আগেই বলেছিলেন, তিনি সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। কিন্তু কার্যত তাকে তাই করতে হল। ফলে বিরোধীদের জয় হল। বিজেপি, বামদল, কংগ্রেসের শরিক দল তৃণমূল কংগ্রেস ও ডিএমকের বিরোধিতার কারণেই এটা সম্ভব হয়েছে।

দীর্ঘদিন ধরে এই ইস্যুতে সংসদ অচল হয়েছিল। ফলে রাজনৈতিক মহলে কিছুটা স্বস্তির হাওয়া বইল।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।