ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় নাট্য উৎসবে বাংলাদেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

আগরতলা (ত্রিপুরা): শুক্রবার সন্ধ্যায় আগরতলা টউন হলে শুরু হয়েছে পাঁচ দিনের নাট্য উৎসব। উদ্যোক্তা মহাকরণ বিনোদন সংস্থা।

এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার রামেন্দু মজুমদার এবং তার স্ত্রী ফেরদৌসি মজুমদার। উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হয় বাংলাদেশ পদাতিক নাট্য সংস্থার প্রযোজিত নাটক ‘সে’।

ঢাকার সঙ্গে আগরতলার সাংস্কৃতিক যোগাযোগ আরও বাড়ুক এই প্রত্যাশা ব্যক্ত করেন বিশিষ্ট নাট্যকার রামেন্দু মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মহাকরণ সংস্থার পক্ষ থেকে তিনি স্মারক তুলে দেন রামেন্দু মজুমদারসহ বাংলাদেশ থেকে আগত অতিথিদের হাতে। রামেন্দু মজুমদারও মুখ্যমন্ত্রীর হাতে একটি উপহার স্মারক তুলে দেন।

ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাস। এই উপলক্ষে মানিক সরকার বাংলাদেশের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বায়নের মূল লক্ষ্য মানুষের মননের জগতকে আঘাত করা। এর থেকে বেরিয়ে আসতে নাট্য কর্মীদের ভুমিকা নেবার কথা বলেন মুখ্যমন্ত্রী।

এ দিন সকালে বাংলাদেশ থেকে আগত নাট্য কর্মীদের আখাউড়া চেকপোস্টে সংবর্ধনা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।