ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় নিহত বাংলাদেশির লাশ ঢাকায়

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১
কলকাতায় নিহত বাংলাদেশির লাশ ঢাকায়

কলকাতা: কলকাতার এমআরআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে নিহত একমাত্র বাংলাদেশি রোগী গৌরাঙ্গ মণ্ডলের লাশ বিমানের বিলম্বের কারণে একটু দেরিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

এমআরআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শনিবার পর্যন্ত ৯০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে বাংলাদেশি গৌরাঙ্গ মণ্ডল রয়েছে। তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে গৌরাঙ্গ মণ্ডলের মৃতদেহ মুন্সীগঞ্জে নিয়ে যাওয়া হবে।

কলকাতা বিমানবন্দর থেকে শনিবার বিকাল পাঁচটায় নিহত গৌরাঙ্গ মণ্ডলের ছেলে সাগর মণ্ডল বাংলানিউজকে বলেন, বাংলাদেশ বিমান (বিজি০৯২) এর দুইটা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকার উদ্দেশে তাদের যাওয়ার কথা থাকলেও, বিলম্বের কারণে এই ফ্লাইটটি সাড়ে পাঁচটায় ছাড়ার কথা।

তিনি বলেন, ‘এই দেরির কারণে আমরা আশঙ্কা করছি লাশে পচন ধরবে। কারণ পচন নিরোধক ওষুধ কম দেওয়া হয়েছে। আমাদের দ্রুত চলে যাওয়ার কথা ছিল। ’

তিনি আরও বলেন, ‘এদিন সকালে পিজি হাসাপাতালের মর্গে থেকে আটটার সময় লাশ আমাদের দেওয়া হয়। পুলিশ রির্পোটে বলা হয়েছে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বাবার। ’

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসা করে তিনি বলেন, ‘ওনার ব্যবহারে আমি অভিভূত। আমার হাত ধরে উনি বলেছেন কোনো সমস্যা হবে না। উনি আমাকে উনার মোবাইল নম্বর দিয়ে বলেছেন কোনো সমস্যা হলে ফোন করতে। ’

তাদের প্রাথমিকভাবে ক্ষতিপূরণ হিসাবে ১০ হাজার রুপি দেওয়া হয়েছে। বাকি ক্ষতিপূরণের টাকা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।