ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বিজয় দিবসের উৎসব শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১

কলকাতা: বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্মরণ ও উদযাপন করতে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় দিবসের কর্মসূচি পালন রোববার শুরু হয়েছে। বিজয় দিবস পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।



কলকাতায় ময়দানের পাশে রেডরোডের গা ঘেঁষে ফোর্ট উইলিয়ামের পাশে তৈরি হওয়া বিজয় স্তম্ভে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ কর্মকর্তা ও ২২ সদস্যের একটি মুক্তিযোদ্ধা প্রতিনিধিদল কলকাতা এসেছেন।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা এ তথ্য জানান।
 
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদারদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে ভারতীয় সেনারাও মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ ও বিজয়কে স্মরণ করে প্রতিবছরই ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড ১৬ ডিসেম্বরকে বিজয় উৎসব হিসেবে পালন করে।

কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়াম চত্বরে তৈরি করা হয়েছে ’৭১-এর যোদ্ধাদের স্মরণে ‘বিজয় স্তম্ভ’ নামের একটি স্মৃতিসৌধ।

ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস উদযাপনের মূল অনুষ্ঠান অবশ্য ১৩ থেকে ১৬ ডিসেম্বর আয়োজন করা হয়েছে।

বিজয় দিবসের এবারের অনুষ্ঠানমালার বিভিন্ন পর্যায়ে ভারতীয় সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করা ২০ জন সেনাকর্মকর্তা অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।