ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বিজয়ের আলোচনা ও চিত্রকলা প্রর্দশনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

কলকাতাঃ ইন্সটিটিউট অফ সোসাল অ্যান্ড কালচারাল স্টাডিস, মৌলনা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ ও সাউথ এশিয়ান পিপলস ইউনিয়ান এগেনস্ট ফান্ডামেন্টালিজম অ্যান্ড কম্যুনালিজম আগামী ১৬-১৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের ৪০ বছর পুর্ত্তিতে আয়োজন করেছে নানা অনুষ্টানের।

কলকাতার রবীন্দ্রনাথ টেগোর সেন্টার (আইসিসিআর)-এ অনুষ্ঠানটি হবে।



আগামী ১৬ ডিসেম্বর বেঙ্গল গ্যালারিতে মুক্তিযুদ্ধ ও ভারত শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের যৌথবাহিনীর অন্যতম সেনানি ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এম জেকব।

এই প্রর্দশনীতে মুক্তিযেুদ্ধের ওপর বহু দুর্লভ ছবি ও নথি দুদেশের প্রায় ৫০ জন শিল্পীর ছবি ও ভাস্কর্য থাকবে। এই প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এদিন ভারতীয় ডাকবিভাগ একটি বিশেষ খামেরও প্রকাশ করবে।

১৭ ডিসেম্বর আলোচনার বিষয় ‘ভারত-বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক’ ও ‘ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক’। ‘ইন্টার-রিলিজিয়াস রিলেশনশ অ্যান্ড দ্য ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ।

১৮ ডিসেম্বর সমাপ্তি দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী তাজুল ইসলাম। ওইদিন আলোচনার বিষয় ‘জাতীয় নিরাপত্তা এবং ভারত-বাংলাদেশের সম্পর্ক’। পরিবেশ ইস্যু এবং ইন্দো-বাংলাদেশ রিলেশনস’। মুক্তিযুদ্ধে ভারতীয়দের অবদান নিয়ে শাহরিয়ার কবিরের একটি তথ্যচিত্রও এই প্রদর্শনীতে দেখান হবে।

ভারতীয় সময়: ১৮১৮ ঘন্টা, ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।