ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপির শীর্ষ নেতা তথাগত রায় গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১
বিজেপির শীর্ষ নেতা তথাগত রায় গ্রেপ্তার

কলকাতা: উস্কানিমূলক ভাষণের অভিযোগে বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথাগত রায়কে গ্রেপ্তার করেছে হুগলি জেলা পুলিশ। বুধবার চুঁচুড়া জেলা আদালত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



তথাগত কেন্দ্রীয় মন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়ের ভাই। উস্কানিমূলক ভাষণের অভিযোগে ভারতের বিরোধী দলের রাজনৈতিক নেতাকে গ্রেপ্তারের নজির পশ্চিমবঙ্গে এই প্রথম।

গত ৩ অগাস্ট হুগলির গুড়াপ থানার গুড়াবাড়িতে ঘরছাড়াদের ফেরানোর দাবিতে মিছিল করেন বিজেপি নেতা তথাগত রায়। পাল্টা মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিল-পাল্টা মিছিলে এলাকায় উত্তেজনা ছড়ায়। তারপর বিজেপির সভায় ভাষণ দেন তথাগত রায়।

তৃণমূলের অভিযোগ, তার উস্কানিমূলক ভাষণের জেরেই তৃণমূল কর্মীদের উপর হামলা হয়। তৃণমূল কর্মী স্বপন মাণ্ডি তথাগত রায়সহ ২১ জনের বিরুদ্ধে থানায় এফআইআর করেন।

৯ নভেম্বর ওই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে অন্তবর্তী জামিন পান তথাগত রায়। ওই জামিনের মেয়াদ শেষে বুধবার চুঁচুড়া জেলা আদালত থেকে ফের জামিন নিতে আসেন তিনি।

কিন্তু তথাগত রায় আদালতে ঢোকার আগেই চার্জশিট পেশ হয়। এরপর তার জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুশ্রী মণ্ডল। এরপর তাকে হুগলি জেলে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ, অতীতে উস্কানিমূলক ভাষণের দায়ে কর্নাটকে গ্রেপ্তার হয়েছিলেন বিজেপি নেত্রী উমা ভারতী। একই অভিযোগে উত্তর প্রদেশের কৃষক নেতা প্রয়াত মহেন্দ্রজিত সিং টিকায়েত এবং প্রদেশ কংগ্রেস সভানেত্রী রীতা বহুগুণা যোশিকে জেলে ভরেছিলেন মুখ্যমন্ত্রী মায়াবতী।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক ইতিহাসে এ ধরনের ঘটনা নজিরবিহীন। রাজ্য বিজেপি পুরো ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ এনেছে।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।