ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বামদের সঙ্গে কংগ্রেসের বিরোধিতায় সরব হলেন মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১২
বামদের সঙ্গে কংগ্রেসের বিরোধিতায় সরব হলেন মমতা

কলকাতা: রাজ্যের উন্নয়নসহ বিভিন্ন প্রশ্নে এবার বামদের পাশাপাশি শরিকদল কংগ্রেসের বিরোধিতায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বামদের পাশাপাশি রাজ্যে তৃণমূলের জোটের অন্যতম শরিক কংগ্রেস সম্প্রতি একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সংঘাতের পথ বেছে নিয়েছে।

ইন্দিরা ভবনের নাম পরিবর্তন, ধান চাষীদের ন্যায্য দাম না পাওয়া, সারের কালোবাজারি, রাজ্যে তৃণমূল কর্মীদের হাতে কংগ্রেস সমর্থকদের মার খাওয়াসহ একাধিক ইস্যুতে পথে নেমেছে কংগ্রেস।

মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে সিপিএম ও কংগ্রেসকে এক যোগে আক্রমণ করে মমতা ব্যানার্জি বলেন, আগামী পাঁচ বছরে বর্তমান সরকার রাজ্যের জন্য যে কাজ করবে, তা ৬৫ বছরে পারবে না বাম সরকার। কিন্তু বামরা বর্তমান সরকারের অগ্রগতি ভালো চোখে দেখছে না। তারা প্রতি পদেই সরকারের বিরোধিতার রাস্তায় হাঁটছে। আর এই কাজে বর্তমানে বামদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস।

তিনি এদিন কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ধানের দাম রাজ্য ঠিক করে না। কেন্দ্র থেকে নির্ধারিত হয়। তেমনি সারের দাম রাজ্য সরকার বাড়ায়নি। ২০১০ সাল থেকে সারের ওপর থেকে কেন্দ্র ভর্তুকি তুলে নিয়েছে।

ইন্দিরা ভবন নিয়ে কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ‘ইন্দিরা ভবন কেড়ে নিইনি। শুধু নজরুল ভবন করার কথা বলছি। মনে রাখবেন, ইন্দিরা ভবন অতিথি নিবাস। এই নিয়ে সিপিএম ও কংগ্রেস যৌথভাবে কুৎসা রটাচ্ছে। ’

হকার উচ্ছেদ প্রসঙ্গে মমতা বলেন, ‘হকার উচ্ছেদ করব না। হকার ভাইরা আমার সম্পদ। তবে নতুন করে হকার বসতে দেওয়া হবে না। হকার ইউনিয়নের নাম করে লক্ষ লক্ষ টাকায় ডালা বিক্রি হচ্ছে। এটা হতে দেব না। আর এই কাজে মদত দিচ্ছে সিপিএম। ’

আবারও সাবেক বামফ্রন্ট সরকারের সমলোচনা করে তিনি বলেন, ‘বাম আমলের বহু ফাইল উধাও। অডিটে বহু জায়গায় দুর্নীতি রয়েছে। তাদের মুখে এই সরকারের সমালোচনা মানায় না। ’

এদিকে, ইন্দিরা ভবনের নাম বদলের উদ্যোগের প্রতিবাদে এদিনই কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুরের নেতৃত্বে কলকাতার বিড়লা তারামন্ডলের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য-সহ দলের বলিষ্ঠ নেতারাও হাজির ছিলেন এই বিক্ষোভ সমাবেশে। ’

জোট শরিকের এই আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যে অস্থিরতা সৃষ্টি করতে বামদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।