ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আবার ভারতে বাড়তে চলেছে পেট্রোলের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

কলকাতা: ডলারের তুলনায় রুপির দাম পড়ে যাওয়ার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে ভারতের অর্থনীতিতে। এর ফলে চলতি সপ্তাহের শেষে শুক্রবার আবার পেট্রোলের দাম বাড়তে পারে ইঙ্গিত দিয়েছে তেল সংস্থাগুলো।



গত মঙ্গলবারই রুপির দাম সর্বকালের সর্বনিম্ন ডলার প্রতি ৫৩ দশমিক ৭৫ রুপিতে নেমে আসে। জ্বালানি তেল সংস্থাগুলো জানিয়েছে, টাকার দাম পড়ে যাওয়ায় বেড়ে গেছে জ্বালানি তেল আমদানির খরচ।

দাম বাড়িয়ে বাড়তি খরচা সামাল দেওয়ার কথা ভেবে দেখতে বুধবার বৈঠকে বসছেন তেল কোম্পানিগুলোর কর্তা ব্যক্তিরা।

তাদের মতে, লিটার প্রতি ৫৫-৬০ পয়সা বাড়ালেই উঠে আসবে বাড়তি খরচার টাকা।

তবে দাম বাড়ানোর আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে জ্বালানি তেল সংস্থাগুলো।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।