ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মদে বিষ মিশিয়েছে সিপিএম: শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

কলকাতা: সিপিএম পরিকল্পনা করে মদে বিষ মিশিয়ে সংগ্রামপুরের এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি।

বৃহস্পতিবার শিল্পমন্ত্রী বলেন, সিপিএম বিষাক্ত মদের সঙ্গে রাসায়নিক পদার্থ মিশিয়ে দেওয়ায় এতো লোকের মৃত্যু হয়েছে।

ষড়যন্ত্র করে মারা হয়েছে।

তিনি দায়িত্ব নিয়েই একথা বলছেন বলে বলেন, ‌এই নিয়ে রাজনীতি করা হচ্ছে।

এদিকে এদিন বিষাক্ত মদ কাণ্ডের প্রতিবাদে মগরাহাটের এনায়েতপুরে বামফ্রন্টের ডাকা শোকমিছিলে তৃণমূলের কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ করেন সিপিএম নেতা ও বিধায়ক আবদুর রেজ্জাক মোল্লা।

এরই প্রতিবাদে তারা এনায়েতপুরের সড়ক অবরোধ করে।

সরকার এতো ব্যবস্থা নিচ্ছে তবুও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন প্রশ্ন করেন রেজ্জাক মোল্লা। তাহলে ব্যবস্থা নেওয়ার কিছু মানে থাকে কি?

তিনি বলেন, অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।

মন্ত্রীর অভিযোগের প্রতিবাদে রেজ্জাক বলেন, বামেদের ব্যান (নিষিদ্ধ) করে দিক সরকার। উনি (মন্ত্রী) অসুস্থ বলে এসব কথা বলছেন। ওর বিশ্রাম নেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।