ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিষাক্ত মদ নিয়ে মন্ত্রীর মন্তব্যে উত্তাল রাজ্য বিধানসভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১১

কলকাতা: বিষ মদ নিয়ে রাজ্যের শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবার বিরোধীদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠল রাজ্য বিধানসভার অধিবেশন।

এদিন দুপুরে অধিবেশনের শুরুতেই বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র একটি পয়েন্ট অব অর্ডার তুলে মন্ত্রীর মন্ত্যব্যের জন্য বিবৃতি দাবি করেন।

এই বিষয়ে তার কাছে কি প্রমাণ আছে তা বিধানসভায় তুলে ধরার আবেদন জানান।

পার্থ চ্যাটার্জির কোন জবাব না পেয়ে বিরোধীরা ব্যাপক চিৎকার ও স্লোগান দেওয়া শুরু করেন। কয়েকজন বিধায়ক বিধানসভার ওয়ালে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।

তারা বলেন, বিষমদ কান্ডে নিজের দায় এড়াতেই এই ধরনের মন্তব্য করছেন মন্ত্রী।

পরে বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি বলেন, ‘মন্ত্রীর মন্তব্য বিধানসভার বাইরের ঘটনা, তাই বিধানসভায় এই বিষয়ে আলোচনার প্রয়োজন নেই। ’

স্পিকারের এই রুলিংয়ের পর বিধানসভার বামফ্রন্টের বিধায়করা ওয়াকআউট করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিধানসভায় নিজের ঘরে এক সাংবাদিক সম্মেলনে পার্থ চ্যাটার্জি অভিযোগ করেছিলেন, সিপিএম পরিকল্পনা করেই মদে বিষ মিশিয়েছে।

এদিকে, এই বিষাক্ত মদ পানে এখন পর্যন্ত ১৬১ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।