ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ভারতীয় ব্যবসায়ীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

কলকাকা: ভারত-বাংলাদেশে‍র বাণিজ্যিক সর্ম্পককে আরও মজবুত করতে বিনিয়োগের আহ্বান জানান ভারতীয় ব্যবসায়ীরা।

শনিবার রাতে কলকাতায় মার্চেন্ট চেম্বার অব কর্মাসের আয়োজিত ‘ডায়নামিকস অব ইন্দো-বাংলা ট্রেড রিলেশনস’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানালেন ইন্দো-বাংলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাতলুব আহমেদ।



এদিন তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের জন্য আমি প্রয়োজনে আমার নিজের সংস্থার জমি দেব। ’

তিনি আরও বলেন, যেহেতু ভারতের চেয়ে বাংলাদেশে শ্রমিক সমস্যা কম, তাই শ্রমিক সংক্রান্ত কোনো সমস্যা হবে না। তবে ভারতীয় বিনিয়োগকারী ব্যবসায়ীদের বাংলাদেশের শিল্প সংস্থার সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে হবে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।