ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ব্যাপক শীত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১
পশ্চিমবঙ্গে ব্যাপক শীত

কলকাতা: অবশেষে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে রাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।

স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

এদিন আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে গোটা রাজ্যে শীতের প্রভাব আরও বাড়বে।

রোববার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। যা গত দশ বছরে ডিসেম্বর মাসের সর্বনিম্ন রেকর্ড। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই তুলনায় উত্তরবঙ্গ এখনও স্বাভাবিক রয়েছে।

সকালে কুয়াশার ফলে ট্রেন ও বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। কুয়াশা কেটে গিয়ে আকাশ পরিষ্কার হলেই শীতের প্রকোপ বাড়ছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, শান্তিনিকেতনের শ্রীনিকেতনে রোববার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার, জলপাইগুড়ি, বাঁকুড়া জেলায় দিনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।