ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ফের আগুনে ক্ষতি ১ কোটি রুপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১

কলকাতা: এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই সোমবার রাতে আবারও আগুনে পুড়ে গেল দক্ষিণ কলকাতার তিলজলার একটি জুতোর কারখানা।

দমকলের পক্ষ থেকে বলা হয়েছে, আগুনে ক্ষতির পরিমাণ ১ কোটি রুপির মতো।



দমকলের ২২টি ইঞ্জিন দিয়ে প্রায় ১০ ঘণ্টার চেষ্টার পর মঙ্গলবার সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শনে যায় ফরেন্সিক দল। রাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দমকল মন্ত্রী জাভেদ খান, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায় ও পুলিশ কমিশনার আর কে পচনন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত ১১টা নাগাদ তিলজলার ৪২ নম্বর বাসস্ট্যান্ডের কাছে জুতোর কারখানার ৩ ও ৪ তলায় আগুন লাগে। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়ঙ্কর আকার ধারন করে। আগুন নেভাতে দমকল কর্মীদের অসুবিধায় পড়তে হয়। এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় দমকল কর্মীদের দূর থেকে পানি এনে কাজ করতে হয়। বাড়িটিতে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কিত এলাকার মানুষ। ধোঁয়ায় গোটা এলাকা অন্ধকার হয়ে আছে।

দমকলকর্মীরা জুতোর কারখানার বিরুদ্ধে এফআইআর করেছেন। ওই কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক এক কোটি রুপি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

দমকল মন্ত্রী জাভেদ খান বলেছেন, দোষীদের অবিলম্বে শাস্তি হবে। ছোট বড় বিচার করা হবে না। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।