ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিএসএফ-বিজিবি শুভেচ্ছা সফরে বাংলাদেশের ১৯ জন শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

কলকাতা: ভারত -বাংলাদেশ সর্ম্পক উন্নতিতে এবার উদ্যোগী হয়েছে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীও।

বর্ডার গার্ড বাংলাদেশের (সাবেক বিডিআর) উদ্যোগে ১৯ শিক্ষার্থীর একটি দল কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন দর্শনীয়স্থল পরিদর্শনে গিয়েছে।



গত সেপ্টেম্বরে ঢাকায় বিএসএফ-বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকে এ শুভেচ্ছা সফরের কর্মসূচি ঠিক হয়।

বিজিবির দু’ কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থীদের এ দলটি বুধবার কলকাতায় পৌছেঁছে।

এরপর বিএসএফ’র তরফেও শিশুদের একটি দল বাংলাদেশে শুভেচ্ছা সফরে যাবে। দু’দেশের সম্পর্কের উন্নতিতে এ পদক্ষেপ বলে জানিয়েছে বিএসএফ এবং বিজিবি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।