ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুনর্বাসনের দাবি পশ্চিমবঙ্গের চোলাই মদ বিক্রেতাদের

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১
পুনর্বাসনের দাবি পশ্চিমবঙ্গের চোলাই মদ বিক্রেতাদের

কলকাতা: রাজ্য সরকারের কাছে মাওবাদী বা কেএলও জঙ্গিদের মতো চোলাই মদ বিক্রেতাদেরও পুনর্বাসন প্যাকেজের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বুধবার দক্ষিণ ২৪ পরগনার গোচরণের চোলাই মদ বিক্রেতারা এ দাবি জানায়।



 এ ঘটানায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

এদিন গোচরণ স্টেশন সংলগ্ন এলাকায় আর্থিক প্যাকেজ দাবি করে সাদা কাগজে নীল কালি দিয়ে ছাপানো পোস্টারও দেওয়া হয়েছে কমিটির তরফে ।

রেলপথে শিয়ালদা দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুরের গোচরণ। ছোট বড় মিলিয়ে প্রায় পাঁচশো চোলাই মদের ভাটি রয়েছে এখানে।

এখান থেকেই সড়ক ও রেলপথে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় পৌঁছে যায় চোলাই। এই ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় ২৫ হাজার মানুষ।

সংগ্রামপুর বিষাক্ত মদ কাণ্ডের জেরে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ চোলাই মদের ভাটি । কাজ হারিয়েছেন প্রত্যেকেই। প্রশাসনিক ও সামাজিক চাপে অনেকেই আর ব্যবসা করতে চাইছেন না।   তাই তারা গড়েছেন জীবন সংগ্রাম কমিটি।

এরই মধ্যে কমিটির তরফে পোস্টারও দেওয়া হয়েছে গোচরণ স্টেশন ও সংলগ্ন এলাকায়।

এই পোস্টারে দাবি করা হয়েছে, মাওবাদী অথবা কেএলও জঙ্গিদের সমাজের মূলস্রোতে ফেরানোর জন্য পুনর্বাসন প্যাকেজের ব্যবস্থা করেছে সরকার, বিষাক্ত চোলাই খেয়ে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণার মতো একইভাবে তাদেরও দেওয়া হোক আর্থিক প্যাকেজ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।