ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লাগাতার হরতালের পথে কলকাতা বইপাড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১
লাগাতার হরতালের পথে কলকাতা বইপাড়া

কলকাতা: কলেজ স্ট্রিট বইপাড়া এবার হরতালের পথে। আগামী সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে পাঠ্য পুস্তক নির্মাণ, প্রকাশনা এবং বিক্রির সঙ্গে যুক্ত সব ক’টি সংগঠন।



জয়েন্ট কাউন্সিল ফর বুক ট্রেডার্স অ্যান্ড অ্যালায়েড ইন্ড্রাস্টিজ’র পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে আগামী শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যপুস্তক নিয়ে অনিশ্চয়তার মুখে পড়বে ছাত্র-ছাত্রীরা।

রাজ্য সরকার এবার থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্য পুস্তক ছাপানোর দায়িত্ব নিয়েছে। আর তারই প্রতিবাদে এই ধর্মঘট।

সংগঠনগুলো যৌথ ভাবে জানিয়েছে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পাঠ্য পুস্তক প্রকাশনা, মুদ্রণ, বাঁধাই, কাগজ ব্যবসা এবং বিক্রির সঙ্গে যুক্ত প্রায় ১৩ লাখের বেশি মানুষ কর্মহীন হয়ে পড়বেন।

এই বিষয়ে শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, সকল স্তরে আলোচনা করেও কোনো সুরাহা হয়নি বলে সংগঠনগুলোর দাবি।

উল্লেখ্য, রাজ্যে প্রকাশনার ইতিহাসে এই প্রথম ধর্মঘটের ডাক দেওয়া হল।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।