ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে হরতাল ডেকেছে বাম কৃষক সংগঠন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

কলকাতা: রাসায়ানিক সার, বীজ ও কীটনাশকের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদসহ আরও কয়েককটি দাবিকে সামনে রেখে আগামী ৪ জানুয়ারি রাজ্যে গ্রামাঞ্চলে হরতালের ডাক দিল পশ্চিমবঙ্গের প্রাদেশিক কৃষক সভাসহ ৪টি বামপন্থি কৃষক সংগঠন।

শনিবার সিপিএমের কৃষক সংগঠন প্রাদেশিক কৃষক সভার সভাপিত মদন ঘোষ এই ঘোষণা দিয়ে বলেছেন, রাজ্যের সরকার কৃষকদের স্বার্থরক্ষায় আগ্রহী নন।

কেন্দ্রীয় সরকার কৃষিতে ভর্তুকি কমিয়ে দিচ্ছে। যার ফলে কৃষকদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বাড়ছে। সম্প্রতি রাজ্যে ৮ জন কৃষক আত্মহত্যা করেছে।

তিনি অভিযোগ করে বলেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি পালন করছে না। ২০ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও, ৫ ডিসেম্বর পর্যন্ত সরকার মাত্র ৭৩০ মেট্রিক টন চাল সংগ্রহ করেছে। ধানের সংগ্রক মূল্য কুইন্টাল প্রতি ১ হাজার ৮০ রুপি বলা হলেও বাস্তবে তা বিক্রি করতে হচ্ছে ৭ শ’ থেকে ৮ শ’ ৪৮ রুপিতে কৃষককে বিক্রি করতে হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষিঋণের ক্ষেত্রেও রাজ্য আগের তুলনায় পিছিয়ে পড়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বছরে ৭৬ হাজার কোটি রুপি লক্ষ্যমাত্রা থাকলেও রাজ্য মাত্র ১ হাজার কোটি রুপি খরচ করেছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।