ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ কাণ্ডের মূল হোতার স্ত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১
পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ কাণ্ডের মূল হোতার স্ত্রী আটক

কলকাতা: রাজ্যের দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটে বিষাক্ত মদ কাণ্ডের মূল হোতা খোড়া বাদশার এক স্ত্রী’কে আটক করেছে সিআইডি।

আটককৃতের নাম নূরজাহান।

রোববার দুপুরে ক্যানিং থেকে নূরজাহানসহ আরও তিন জনকে আটক করা হয়।
আটককৃতদের এদিনই ডায়মন্ডহারবার আদালতে তোলা হয়। আদালত ধৃত চারজনেক ১৪ দিনের সিআইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে ওই ঘটনায় প্রধান অভিযুক্ত খোড়া বাদশার এখনও কোনও খোঁজ মেলেনি।

সিআইডি’র প্রাথমিক অনুমান, খোড়া বাদশা বাংলাদেশে গাঢাকা দিয়ে রয়েছে। এরই মধ্যে বাংলাদেশ সরকারের কাছে খোড়া বাদশাকে ধরার জন্য সাহায্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে খোড়া বাদশার এক স্ত্রী নূরজাহান এদিন সিআইডির হাতে ধরা পড়ায় অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে বলে প্রাথমিক অনুমান।

এছাড়াও খোড়া বাদশা কোথায় লুকিয়ে থাকতে পারে সে সম্পর্কেও নতুন তথ্য উঠে আসতে পারে বলে সিআইডি’র অনুমান।

উল্লেখ্য, সম্প্রতি মগরাহাটে বিষাক্ত মদপান করে ১৭৩ জন প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।