ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১

কলকাতা: আর জি কর হাসপাতালে রোগীর পরিবারের হামলার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত শুরু হয়েছে। রোববার সন্ধ্যা থেকে চলছে এই কর্মবিরতি।



এই কর্মবিরতিতে সামিল হয়েছেন প্রায় শ দেড়েক জুনিয়র চিকিৎসক। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা। স্বাভাবিকভাবেই কর্মবিরতির জেরে অসুবিধায় পড়েছে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।

ঘটনার সূত্রপাত, রোববার বিকালে জরুরি বিভাগে এক রোগীকে ইনজেকশন দেওয়া নিয়ে। ঠিক মত ইনজেকশন দিতে না পারার অভিযোগে এক জুনিয়র চিকিৎসকের ওপর হামলা চালায় রোগীর লোকজন। এরই প্রতিবাদে নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে বসে আর জি কর-এর সমস্ত ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে রোগীর পরিবারের অভিযোগ, ইনজেকশন দেওয়ার সময় কর্মরত ওই চিকিৎসক অসতর্ক ছিলেন। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বাড়তি নিরাপত্তার আশ্বাসেও কর্মবিরতি প্রত্যাহারে রাজি হয়নি জুনিয়র চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।