ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় অনশনে আন্না সমর্থকেরা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
কলকাতায় অনশনে আন্না সমর্থকেরা

কলকাতা:  ভারতীয় সংসদে পেশ হওয়া লোকপাল বিলের প্রতিবাদে মুম্বাইয়ে অনশন শুরু করেছেন আন্না হাজারে। কলকাতাতেও বিভিন্ন জায়গায় অবস্থান করছেন আন্না হাজারের সমর্থকেরা।



উত্তর কলকাতার মহাজাতি সদনের সামনে আন্না হাজারের ৩ জন সমর্থক মঙ্গলবার থেকেই অনশন শুরু করেছেন। আন্না হাজারের অনশন চলাকালীন টানা তিনদিন তারাও অনশন করবেন । এছাড়াও রিলে অনশনে বসছেন ১৪ জন।

এর আগেও আন্না হাজারের বিভিন্ন কর্মসূচিতে তাঁরা সামিল হয়েছিলেন।

শহরে প্রথম দিনে সে রকম সমর্থন না মিললেও বুধবার থেকে বহু মানুষ তাদের সমর্থনে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

এদিকে কলকাতায় তিনদিনের অনশন কর্মসূচির পাশাপাশি রাজ্যেও এই ইস্যুতে জেল ভরো কর্মসুচির ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২ হাজার জন এই কর্মসূচিতে সামিল হবেন বলে উদ্যোক্তাদের কাছে আশা প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘন্টা, ডিসেম্বর ২৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।