ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চোলাই মদের বিরুদ্ধে সচেতনতা গড়তে মমতার পদযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১

কলকাতা: চোলাই মদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার কলকাতা শহরে পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন কলকাতার কলেজ স্কয়ার থেকে এ পদযাত্রা শুরু হয়।

কলেজ স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট, লেনিন সরণি হয়ে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়।

এ পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্র ও রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক, কলকাতা পুরসভার মেয়র, কাউন্সিলর, বেশ কিছু অরাজনৈতিক বিশিষ্ট ব্যক্তি ও দলীয় নেতা নেত্রী ও সমর্থকরা অংশ নেন।

পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী চোলাই মদ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আবেদন জানান।

তিনি বলেন, চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত মানুষদের অন্য পেশা খুঁজে নিতে হবে।

এদিকে এই পদযাত্রাকে কেন্দ্র করে মধ্য কলকাতার বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে কলেজ স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট, লেনিন সরণি, জওহরলাল নেহেরু রোড সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।