ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্না সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন মনমোহন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১২

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সামনে কালো পতাকা দেখিয়ে রোববার জন লোকপাল বিল নিয়ে তার বিবৃতির প্রতিবাদ জানিয়েছেন আন্না হাজারের সমর্থকরা!

এদিন সকালে পাঞ্জাবের অমৃতসরের শিখ ধর্মলম্বীদের পবিত্র তীর্থস্থান স্বর্ণমন্দিরের সামনে প্রধানমন্ত্রী মনমোহন সিংদকে কালো পতাকা দেখান একদল আন্না হাজারে সমর্থক।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা জানাতে যান প্রধানমন্ত্রী।

সঙ্গে ছিলেন তার স্ত্রী।

প্রার্থনা সেরে বেরিয়ে আসার পরই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন আন্না সমর্থকরা।

সেইসঙ্গে রাজ্যসভায় লোকপাল বিল পাস করানো নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।

গতকাল দেশবাসীর উদ্দেশে ইংরেজি নববর্ষের শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, শত বিরোধিতা সত্বেও রাজ্যসভায় লোকপাল বিল পাশ করাতে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

এদিন স্বর্ণমন্দির আন্না সমর্থকদের বিক্ষোভকে সেই বিবৃতির জবাব বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।