ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকপাল বিল ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১২

নয়াদিল্লি: লোকপাল বিল ইস্যুতে কড়া অবস্থান নিচ্ছে ইউপি’র দ্বিতীয় বৃহত্তম শরিক দল তৃণমূল। রোববার ভারতের সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা স্পষ্ট করে দিয়েছেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।



তৃণমূলের আপত্তির কথা জানা সত্বেও সরকারের তরফে তা নিয়ে মাথা ঘামানো হয়নি। লোকপাল ইস্যুতে গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জানিয়ে দেন, লোকায়ুক্ত নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তি সম্পূর্ণ মেনে নেওয়া সম্ভব নয়, শরিক দলের দাবি মেনে সরকারের তরফে কয়েকটি সংশোধনী মেনে নেওয়া যেতে পারে মাত্র।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে দুই দলের মধ্যে দূরত্ব বেড়েছে। লোকায়ুক্ত নিয়ে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে তৃণমূল যে একেবারেই আপোস করবে না, সে কথা এদিন স্পষ্ট করে দিয়েছেন মুকুল রায়। সেইসঙ্গেই লোকপাল বিলে তাদের তরফে সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলিও সরকারকে মেনে নিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।

মুকুল রায় বলেন, রাজ্যসভায় বিল পেশের আগে, লোকায়ুক্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন তৃণমূল সাংসদরা। তার দাবি, সে সময় প্রস্তাবগুলি খতিয়ে দেখা হবে বলে সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়।

তিনি বলেন, কেন্দ্রের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত রাখা উচিত নয়। বরং রাজ্যকেও ক্ষমতার স্বীকৃতি দেওয়া উচিত। এর পাশাপাশি রাজ্যসভায় সরকারপক্ষের ভোটাভুটি এড়ানোর কৌশলেরও সমালোচনা করেছেন মুকুল রায়। গণতন্তের পক্ষে তা মঙ্গলের নয় বলেই মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।