ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য মেলা

রক্তিম দাশ সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১২

কলকাতা: রাজ্য সরকারের উদ্যোগে এবার কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য মেলা। আগামী ৯ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।



পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রক জানিয়েছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১২টি স্টল ছাড়াও বেসরকারি সংস্থার ১২০টি স্টল থাকছে এই মেলায়। মেলায় প্রতিদিন আলোচনা সভা ও প্রর্দশনী থাকবে। মেলায় সিঙ্গাপুর থেকে আসছে ১০ জনের একটি প্রতিনিধিদল। এছাড়া ৩৪টি বৃহৎ শিল্পসংস্থা এই মেলায় অংশ নেবে।

মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদক সম্মেলনে রাজ্যের শিল্প বাণিজ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, নতুন সরকার আসার পর এই উদ্যোগ উৎসাহজনক ও অত্যন্ত ভালো।

তিনি বর্তমান সরকারে শিল্প অগ্রগতি নিয়ে বলেন, এই ৬ মাসে ৮৪টি নতুন প্রস্তাব পেয়েছে সরকার। মোট ৬৪ হাজার ৪শ ৯ কোটি রুপির এই প্রস্তাব বিবেচনা করে খুব দ্রুতই বাস্তবায়িত করা হবে।

বাংলাদেশ সময় ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।