ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মানুষকে ভুল বোঝাছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ সিপিএমের

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১২

কলকাতা: মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন, মমতা ব্যানার্জির কড়া সমলোচনা করে মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিরোধীদলনেতা সুর্যকান্ত মিশ্র।

এদিন তিনি বলেন, ধানের দাম বাড়ানোর ক্ষমতা রাজ্যের হাতে নেই।

কেন্দ্রীয় সরকার বিষয় এটা ঠিকই, কিন্তু কেন্দ্রে ইউপিএ সরকারের প্রধান শরিক তৃণমুল তারা কেন এর বিরুদ্ধে সরব হচ্ছে না ?

তিনি অভিযোগ করে বলেন, ২০১০ সালে যখন কেন্দ্রীয় সরকার সারের দামের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিল, তখন মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন। তখন চুপ করে ছিলেন কেন?

তিনি আরও বলেন, কেন্দ্র ধানের যে সহায়ক মুল্য ঠিক করে দিয়েছে সেই টাকা কৃষকদের কাছে ঠিক ভাবে পৌঁছাচ্ছে না। তার ফলে বঞ্চিত হচ্ছেন তারা। পাশাপাশি বছরে রাজ্য সরকারের ২ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা থাকলেও এখন পর্যন্ত মাত্র ১০ শতাংশের বেশী সংগ্রহ হয়নি।

লোকপাল বিল নিয়ে তিনি বলেন, রাজ্যে প্রথম লোকায়ুক্ত গঠন করে প্রথম বাম সরকার। পাশাপাশি হকার উচ্ছেদ থেকে শুরু করে মদে বিষ, জলে বিষ সব জায়গাতেই মুখ্যমন্ত্রী সিপিএমকে দায়ী করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন।

ভারতীয় সময়:২৩৩০ ঘন্টা, জানুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।